আনোয়ারায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চায়ের দোকানের কর্মচারী ওই যুবকের নাম মো. রফিক (২৬)। তিনি স্থানীয় খায়ের আহমদের ছেলে। তার স্ত্রী ও এক কন্যা রয়েছে।

জানা যায়, বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ করতে না পারায় চিন্তায় ছিলেন ঋণগ্রস্ত রফিক। মঙ্গলবার দুপুরে স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে আসেন। রাতে ঘরে ঢুকে রশিতে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। আশপাশের লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।