চান্দগাঁওয়ে অপহৃত শিশু উদ্ধারসহ আটক ১

চট্টগ্রামের চান্দগাঁও থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে চাদঁপুর জেলার শাহরাস্তি থানায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেফতারকৃত অপহরণকারী হলো- চাদঁপুর জেলার শাহরাস্তি দফাদার বাড়ী এলাকার বর্তমানে নগরীর কোতোয়ালি থানাধীন ল্যাবরেটরী স্কুলের সামনে বসবাসরত আব্দুস সাত্তার ছেলে মাহমুদুল ইসলাম মিরাজ (২০)।

অপহৃত শিশু – ফেনী জেলার সোনাগাজী এলাকার বর্তমানে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া এলাকার মোহাম্মদ দেলওয়ার হোসেনের ছেলে ছিদরাতুল মুনতাহা(১৪)।

এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।