গাউসিয়া কমিটি বাংলাদেশ, মালয়েশিয়া শাখার উদ্যোগে খতমে গাউছিয়া-সংবর্ধনা সম্পন্ন

তরিকত ভিত্তিক আধ্যত্নিক সংগঠন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার মাসিক খতমে গাউসিয়া, দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান গত ১২ ডিসেম্বর,২৪ ইং বৃহস্পতিবার কুয়ালালামপুর জালান হাংতুয়া একটি রেস্টুরেন্টে কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হুসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন আনজুমান -এ- রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর। ও সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ প্রচার সম্পাদক ও নির্বাহী সম্পাদক মাসিক সু্ন্নি জগৎ,মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী।

প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটি মালায়া হতে পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মদ হোসাইন আল আজহারী।
বক্তব্যে রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম (আখন্দ),উপদেষ্টা ইসকান্দর মনি,উপদেষ্টা রফিকুল ইসলাম খান , চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া সদস্য সচিব মো হেলাল যুগ্ম সম্পাদক তারেকুল আলম চৌ: সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ইব্রাহীম টিপু প্রচার সম্পাদক তাজ উদ্দিন,মো আকবর, মো:হারুন ,মো:সুমন ,মোস্তাক আল আমিন, ইদ্রিস ,মো মোরশেদ,হাফেজ আবদুল ,গোলাম মোস্তফা ,আনোয়ার , প্রমুখ এতে হাংতুয়া শাখা, গাউসুল আজম মসজিদ কেপং শাখা,ও সেলায়ং উপশাখার নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন সংবর্ধনায় প্রধান অতিথি বলেন কুতুবুল আউলিয়া, আওলাদে রাসুল, হযরত হাফেজ কারী সৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি (রহ.) ছিলেন বিশ্বব্যাপী শিক্ষা বিস্তারের অগ্রণী রাহবারদের অন্যতম। আল্লাহর এ মহান অলি, আলে রাসূল, যুগ শ্রেষ্ঠ তাপস,তাঁর মিশনের এক পর্যায়ে বার আউলিয়ার পূণ্যভূমি চট্টলার বুকে প্রতিষ্ঠিত করেন আধ্যাত্মিক ও দ্বীনি সংস্থা আনজুমান-এ- রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসা।

যারা আনজুমান-জামেয়া খেদমত আঞ্জাম দিয়েছেন, তারা দুনিয়া আখেরাতে সম্মানিত হবেন। বর্তমান ইসলামের নামে নানা ভ্রান্ত গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠছে সুন্নীয়তকে বিভক্ত করতে। তাই সকল বাতুলতার বিরুদ্ধে মুসলমানদের ঈমান আকিদ্বা সংরক্ষণে ইসলামের সঠিক রুপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ অনুস্মরণের মাধ্যমে গাউসিয়া কমিটির পতাকার তলে সমবেত হয়ে আনজুমান জামেয়ার খেদমত করার আহবান জানান।