আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই রাজধানী আবুধাবি শাখার অভিষেক অনুষ্ঠান আবুধাবির মরকজে আহলে সুন্নাত কেন্দ্রীয় সদর দপ্তরে সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাঈল হোসাইন ও সহ-সম্পাদক হারুন বাদশার সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবুল হাশেম।
বিশেষ অতিথি ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ নাসির উদ্দীন সিকদার, মাওলানা তৈয়ব সিরাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ মুহাম্মদ জয়নাল আবেদীন।
প্রধান বক্তা ছিলেন সাবেক কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সদস্য মুহাম্মদ স.ম. হারুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা আবু সালেহ জঙ্গি, মুহাম্মদ ইকবাল হোসেন, মুহাম্মদ গোফরান। আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, হাফেজ মুহাম্মদ আরিফ, মুহাম্মদ এরশাদুজ্জমান বাবর। নব নির্বাচিত কার্যকরী পরিষদ কে শপথ পাঠ করান প্রধান অতিথি আবুল হাশেম। বক্তারা বলেন-আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রাজধানী আবুধাবি শাখা ২০২৪-২৬ পর্ষদের কার্যক্রম একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। দেশ ও জাতির কল্যাণে মানব সেবামূলক কার্যক্রমে অত্র পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদী।