শফিউল আলম, রাউজান ঃ উত্তর চট্টগ্রামের মহান দানবীর ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ছৈয়দ আব্দুল অদুদ চৌধুরীর ৫৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজিম্শ্শুান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৯ নভেম্বর) নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ৫৩ তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা।
মাহফিল বাস্তবায়ন উপ-কমিটি আহবায়ক মাওলানা মোহাম্মদ দিদারুল আলম ওয়াহেদীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফতেহনগর নোয়াজিষপুর অদুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আব্দুল মান্নান।প্রধান বক্তা ছিলেন হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন, রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা তয়িবীয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা এস.এফ. নসিম উদ্দিন কাউসার, হযরত মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা কাওসার বিন ইসহাক আল মাদানী।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম উদ্দিন, দিদারুল আলম, মনছুর আলমসহ ৫৩ তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। মিলাদ কিয়াম শেষে মরহুম অদুদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা মোনাজাত করা হয়। পরে মাহফিল আগত মেহমান ও স্থানীয় কয়েকটি এতিমখানা ও হেফজখানায় খাবার বিতরণ করা হয়। বক্তারা বলেন, মরহুম সৈয়দ অদুদ চৌধুরী ছিলেন চট্টগ্রামের ২য় হাজী মহসীন খ্যাত মহান দানবীর।মরহুম সৈয়দ আবদুল অদুদ চৌধুরী ফতেনগর অদুদিয়া মাদ্রাসা, ফতেনগর অদুদিয়া প্রাথমিক বিদ্যালয়, ফতেনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়, হাটহাজারী সুন্নীয়া অদুদিয়া মাদ্রাসা, রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি এসব প্রতিষ্ঠানের মাঝে যুগযুগ ধরে বেঁচে থাকবে।এভাবে মানুষ আজীবন স্মরণ করতে থাকবে মরহুম আব্দুল অদুদ চৌধুরীর আত্মত্যাগকে। গতকাল ৩০ নভেম্বর শনিবার সকাল থেকে সারাদিন অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল মেজবানের আয়োজন করেন । সাবেক চেয়ারম্যান বি,এন,পি নেতা নুরুল হুদার তত্ববধানে ব্শিাল মেজবান অনুষ্টানে বিএনপি নেতা সামির কাদের চৌধুরী সহ বিএনপির নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন। মেজবানে এলাকার কয়েক হাজার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষকে খাওয়ানো হয় ।