মিজান মনির: বাংলাদেশের প্রায় জেলাতেই কবিতাপাঠের আসর বসে। কবির এই দেশে সাহিত্য আড্ডা নতুন কিছু নয়। লেখালেখির ক্ষেত্রে আড্ডা এবং সাহিত্য সংগঠনের ভূমিকাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। সাহিত্যের আড্ডায় চিন্তার আদান-প্রদান যেমন থাকে; পাশাপাশি কবির নতুন লেখাপাঠ, তার বিচার-বিশ্লেষণ কবির লেখাকে পরিপুষ্ট করে তোলে। সাংগঠনিক ভিত্তির মধ্য দিয়ে সাহিত্য আড্ডা কবি-লেখককে কাছাকাছি নিয়ে আসে। ‘সাগরকন্যা’ পাঠচক্রের নিয়মিত সাহিত্য আড্ডায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, ‘শব্দশিল্প প্রকাশন’র সত্ত্বাধিকারী বিশিষ্ট ছড়াকার মিজানুর রহমান শামীম।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ‘শব্দশিল্প প্রকাশন’ এর কার্যালয়ে ‘সাগরকন্যা’ পাঠচক্রের নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
‘সাগরকন্যা’ সম্পাদক কবি ও প্রবন্ধিক মোস্তফা হায়দার এর সঞ্চালনায় সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন ‘শব্দশিল্প প্রকাশন’র সত্ত্বাধিকারী বিশিষ্ট ছড়াকার মিজানুর রহমান শামীম।
স্বাগত বক্তব্য রাখেন এবং কবিতা পাঠ করেন, উক্ত আড্ডার পুরাতন বন্ধু কবি-সম্পাদক ও নবীন কলামিষ্ট মিজান মনির। আড্ডায় লেখা পাঠ করেন ছড়াকার হোসাইন মোস্তফা, ছড়াকার শফিকুর রহমান সবুজ, কবি মাহবুব যুবায়ের, কবি ও সম্পাদক শওকত এয়াকুব, কবি আরিফ মোর্শেদ, কবি ও সম্পাদক অভিলাষ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্পকার পান্থজন জাহাঙ্গীর। তিনি স্মৃতিচারণ করে কবিতাও পাঠ করেন। ‘সাগরকন্যা’র উক্ত আড্ডা ভার্চুয়ালি অংশগ্রহণ করে স্মৃতি তর্পণ করেন সম্পাদক ও কথাসাহিত্যিক ইলিয়াস বাবর।
সভাপতি ও আলোচক মিজানুর রহমান শামীম আড্ডায় পাঠ করা ছড়া-কবিতা নিয়ে বিশদ আলোচনার পাশাপাশি ব্যবচ্ছেদও তুলে ধরেন। সাগরকন্যা পাঠচক্রের সাহিত্য আড্ডা নিয়মিত করার আহবান জানান।