বর্ণাঢ্য আয়োজনে কাপ্তাইয়ে মহান বিজয় দিবস পালিত

কাপ্তাই প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার(১৬ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্নফুলি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বর্নাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উল্টা দৌড় প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, সুধীজনের প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন কুচকাওয়াজ, মুুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহন ও পুরস্কার বিতরণ করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাইসার, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীসহ মুুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা, সরকারি বেসরকারি পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থী এবং নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৭.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়া সর্বস্তরের মানুষ ফুল দিয়ে একাত্তরের রনাঙ্গনের অকুতোভয় বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার কর্নফুলি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঘুড়ি উড়া প্রতিযোগিতা এবং বেসরকারি পর্যটন কেন্দ্র শিলছড়িস্থ বনশ্রী পর্যটন কেন্দ্র সংলগ্ন কর্নফুলি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নৌকা বাইচ এবং ঘুড়ি উড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।