রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাতিল করে নতুন করে পুনর্গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বৈষম্যবিরোধী নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কাউখালী উপজেলার বাসিন্দা তারা মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রাকিব হাসান, ইসলামী আন্দোলন রাঙ্গামাটি পৌর কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, বরকল উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট এমদাদ হোসেন, অ্যাডভোকেট উথান মারমা ও পুলিন বিহারী চাকমা।

এ সময় বক্তারা বলেন, নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ১০টি উপজেলার মধ্যে শুধুমাত্র ৬টি উপজেলার ১৫ জন সদস্য নিয়োগ দেয়া হয়। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা কাউখালীসহ, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী থেকে কোন সদস্য নিয়োগ দেয়া হয়নি। এই চার উপজেলা থেকে প্রতিনিধিত্ব নেই এই অন্তর্বর্তীকালীন জেলা পরিষদে।

বক্তারা আরও অভিযোগ করেন, পুনর্গঠিত পরিষদে অধিকাংশ সদস্যই পার্বত্য উপদেষ্টার স্বজন, বিগত সরকারের সুবিধাভোগী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বজন।

দ্রুততম সময়ের মধ্যে বৈষম্যমূলক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বাতিল করে নতুন করে পুনর্গঠন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।