মোহাম্মদ আলী রশীদ, আমিরাত প্রতিনিধি: প্রবাসে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে সাংগঠনিক সেবামূলক কাযর্ক্রম নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সামনে সালাম দিয়ে পেছনে গালি দেবার মনমানসিকতা পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছন আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মনজুরুল আলম মন্জু।
তিনি গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র সহ সভাপতি প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ মহসীন রহ: এর স্মরন সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪) আজমানস্থ আল মূঈহাতান-২ আজমানী হলে এ স্মরণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ আরশাদ হোসেন হিরুর সভাপতিত্বে অনুস্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক কাজি মুহাম্মদ ওমর গণি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানের নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক আলহাজ্ব মনজুরুল আলম মন্জু। বিশেষ অথিতি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের সদস্য আলহাজ্ব মুহাম্মদ হোসাইন খোকন, গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফরিদুল আলম (সি আই পি)।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ আবুল হাশেম, সহ সভাপতি মুহাম্মদ আযম খাঁন, মুহাম্মদ শফিউল আলম মানিক, মুহাম্মদ মনচুর, মুহাম্মদ আলী জামাল, মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী, যুগ্ন সম্পাদক মুহাম্মদ মোবারক আলী, মুহাম্মদ ফারুক বাহাদুর , মুহাম্মদ এখতিয়ার হোসেন, মুহাম্মদ আবু তাহের, হাজী মুহাম্মদ ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ মহিউদ্দিন, ধর্ম সম্পাদক মাওলানা আবদুল গফুর নোমানী, উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মুহাম্মদ নেজাম,মুহাম্মদ নাছির শিকদার,মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আবু শাহেদ আরজু,মারুপ উল হক,মুহাম্মদ মঈনুদ্দিন, মুহাম্মদ আরিফ,মুহাম্মদ সেলিম উদ্দিন তৈয়্যবী,মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ তসলিম উদ্দিন, মুহাম্মদ শাহাজান শিকদার সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউ এ ই কেন্দ্রীয় পরিষদের সকল প্রাদেশিক শাখা, উপ- শাখার সকল সভাপতি,সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিপুল সংখ্যক গাউছিয়ানদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি আরো বলেন-কেউ আনজুমানের উর্ধ্বে নয়। গাউছিয়া কমিটির কার্যক্রম ও নেতৃবৃন্দ সকলে আনজুমানের অধীনে। আমি কি ছিলাম সেটা বড় কথা নয়। বর্তমানে আমি কি করছি সেটাই আসল কথা। তিনি সংগঠনে বিশৃঙ্খলা সৃস্টিকারীদের স্বেচ্ছায় দূরে সরে যেতে বলেন। সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবকিছু করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা সেটা পোস্ট করা থেকে বিরত থাকতেও সকলে উপদেশ দেন।
পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।