নিজস্ব প্রতিবেদকঃ ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর ফরাঙ্গীখিল গৌতমমুনি বিহারে বুধবার (১৩ নভেম্বর) কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।
সকালে প্রয়াত ড, এফ দীপংকর মহাথেরো ধূতাঙ্গ ভান্তের দেহ পেটিকা বদ্ধ, সংঘদান অষ্টপরিস্কার দান, পঞ্চশীল প্রার্থনা র মধ্যে দিয়ে শুরু হয় পেটিকা বরণ অনুষ্টান।
মঙ্গলাচরণ করে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোদক ছিলেন, বুদ্ধানন্দ ভিক্ষু, সভাপতিত্বে ছিলেন, সুগতপ্রিয় মহাস্থবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভদন্ত সুমনাতিষ্য মহাস্থবির,প্রধান ধর্মদেশক ড, ধর্মকীর্তি মহাস্থবির, মূখ্য আলোচক ভদন্ত শান্তরক্ষিত মহাস্থবির, বিশেষ ধর্মদেশক হিসেবে ছিলেন,ধর্মরত্ন থেরো, জ্যোতি শাক্য স্থবির,শান্তি জ্যোতি থের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীনয় শ্রী স্থবির,বৌধি জ্ঞান ভিক্ষু, দীপ বংশ স্থবির,সুমনালংকার লিক্ষু,উত্তর আনন্দ ভিক্ষু,মৈত্রী পাল ভিক্ষু,অভায়নন্দ ভিক্ষু,আদিপ্রিয় ভিক্ষু, সাংবাদিক বাচ্চু বড়ুয়া অন্তেষ্টিক্রিয়ার উদযাপন কমিটির সভাপতি শিক্ষক দুলাল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সাগর বড়ুয়া সহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।