চট্টগ্রামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১১ নভেম্বর) র‌্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গত ৯ নভেম্বর চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম আমজাদ হোসেন (৪৭)। সে নোয়াখালী জেলা হাতিয়া থানাধীন পূর্ব রসুলপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ওই ব্যক্তি চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নং-৩২(১)২১, জি আর-০২/২০২১, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে আমজাদ হোসেন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন নামার বিল এলাকায় অবস্থান করছে; উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৯ নভেম্বর বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ।

র‌্যাব-৭ জানায়, গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে নোয়াখালী জেলার হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।