মিরসরাইয়ে মহান বিজয় দিবস উদযাপিত

মিরসরাই প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় মিরসরাইয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। রবিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন।
রবিবার সকাল ৭টায় শহীদ মিনারে ফুল দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মিরসরাই পৌরসভা, মিরসরাই প্রেসক্লাব, স্বেচ্চাসেবী সংস্থা শান্তিনীড়, প্রজন্ম মিরসরাই, বিন্দু পরিবার। পরবর্তীতে সকাল ৮টায় উপজেলা স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে প্রদর্শনী, কুচকাওয়াজ, মনের মত সাজ সহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার কবির আহমদ, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির। দুপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপসনালয় গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।