“দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না”

চকরিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না,” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় শনিবার(২৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা আয়োজিত হয়। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলাই ছিল এ প্রতিযোগিতার লক্ষ্য। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাহাব উদ্দিন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যাপক ও কমিটির সদস্য জনাব বুলবুল জান্নাত এবং কমিটির সদস্য এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী ও কমিটির সদস্য শাহজাহান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০.০০ ঘটিকায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার বিষয় ছিল, “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।”

এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি ও নাট্যকার অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক জনাব মোহাম্মদ মাহফুজুল আজম, চকরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব রতন বিশ্বাস, কক্সবাজার সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব রাসেদুল হাসান মু. মহিউদ্দিন। দুই ধাপে মোট চারটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথমে, পক্ষ দল হিসেবে বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে। বহদ্দারকাকাটা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকবৃন্দ ছিল ১ম বক্তা ফাহমিদা হক নওশীন, ২য় বক্তা জোহনাজ মোকাররমা ইশরা, ৩য় বক্তা ও দলনেতা আফিফা আফতাব রাইসা এবং চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকবৃন্দ ছিল ১ম বক্তা রাদিয়াতুন জান্নাত, দ্বিতীয় বক্তা আফরোজা ফেরদৌসী জিহান, ৩য় বক্তা ও দলনেতা জিননুরাইন হক আলফি।

১ম পর্বের প্রতিযোগিতায় বিপক্ষ দল অর্থাৎ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল বিজয়ী হয়। দ্বিতীয় পর্যায়ে পক্ষ দল চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও বিপক্ষ দল মেমোরিয়াল খ্রীস্টান উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চকরিয়া কোরক বিদ্যাপীঠের বিতার্কিকবৃন্দ ছিল ১ম বক্তা তাসকিন রাফসান, ২য় বক্ত মুনজারিন ইসলাম রামিশা, ৩য় বক্তা ও দলনেতা রোতবা জারিন এবং খ্রীস্টান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকবৃন্দ ছিলেন ১ম বক্তা নাসরিন নাজিম নীতি, ২য় বক্তা নুসফাত নাহিল মীম এবং ৩য় বক্তা ও দলনেতা ফারদিনা সরওয়ার মুনকার।

দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় পক্ষ দল তথা চকরিয়া কোরক বিদ্যাপীঠ বিতার্কিক দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জনাব নুরুল আখের, চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক জনাব মোহাম্মদ মাহফুজুল আজম। আলোচনা সভায় বক্তারা বিতার্কিকদের জ্ঞানগর্ভ, তথ্যবহুল ও শিক্ষণীয় বক্তব্যের প্রশংসা করেন এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অবশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ নোমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রতিযোগিতা ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজয়ী দুই দলের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।