মিরসরাইয়ে চোলাই মদসহ আটক ১

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে সিএনজি অটোরিক্সায় ৮০ লিটার চোলাই মদ সহ তাজুল ইসলাম (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

আটককৃত তাজুল ইসলাম উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে। সে দীর্ঘদিন চোলাই মদ ব্যবসার সাথে জড়িত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, তাজুল ইসলাম থেকে চোলাই মদ বহনের কাজে ব্যবহৃত নাম্বার বিহীন সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।