নগরের বিভিন্ন কাঁচাবাজারে টাস্কফোর্সের অভিযান, জরিমানা

চট্টগ্রাম নগরীর কাজির দে‌উরি বাজারে মঙ্গলবার(২২ অক্টোবর) জেলা বিশেষ টাস্কফোর্সের অ‌ভি‌যানে ক্রয় বিক্রয় র‌শিদ ও মূল্য তা‌লিকা না রাখার অপরাধে ৬‌ প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

অ‌ভিযান প‌রিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এ‌ক্সি‌কিউ‌টিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আ‌মিন। তি‌নি বলেন, বি‌ভিন্ন অ‌ভিযোগে ৬ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জ‌রিমানা করার পাশাপা‌শি ব্যবসা‌য়ীদের সতর্ক করা হয়।

অপর‌দিকে মো‌মিন রোড ও রেয়াজউ‌দ্দিন বাজারে আলাদাভাবে ‌ভোক্তা‌ধিকার চট্টগ্রামের অ‌ভিযান চলছে।