মোহাম্মদ রুহুল আমীন (১৬৭৫৭) কে কক্সবাজার জেলা প্রশাসনের নতুন এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মাদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ রুহুল আমীন সহ একই পদমর্যাদার ৮ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।
মোহাম্মদ রুহুল আমীন বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব (সিনিয়র সহকারী সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত রয়েছেন।কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া ২৯ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন সহসায় কক্সবাজার জেলা প্রশাসনে যোগদান করবেন বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আতাউল গনি ওসমানী অন্যত্র বদলী হওয়ার পর পদটি তখন থেকে শূন্য থেকে যায়।