রূপসী ঝরনায় গিয়ে প্রাণ হারাল ২ পর্যটক

চট্টগ্রামের মীরসরাইয়ে রূপসী ঝরনার কূপে পড়ে ২ পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে সকালে ঝরনার কূপে দুই পর্যটক নিখোঁজ হন।

স্থানীয়রা জানান, সকালে ঝরনা এলাকায় কয়েকজন পর্যটক ঘুরতে যান। ঝরনার কূপে দুই পর্যটক নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।