রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞিতিতে বলা হয়, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পাশ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ৪ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।’
এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশসাক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্রমণে যেতে হয়। আর এই মুহুর্তে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি পাহাড়ে সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চার দিন সাজেকে প্রায় ১৫০০ পর্যটক আটকা পড়ে। তখন পানি ও খাদ্যের সংকট সৃষ্টি হয় সাজেকে। ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে ফেরে পর্যটকরা। ওই দিন রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাজেকে পর্যটক ভ্রমণে প্রথম দফায় তিন দিন পরে দুই দফায় ৩ অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়।