কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিমিটেডের আয়োজনে পবিত্র ঈদ-মিলাদুন্নী (সাঃ) মাহফিল উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টা হতে ১২টা পর্যন্ত নতুন বাজারে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই নতুন বাজার সমিতির সভাপতি মো.জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা অধ্যাপক ডঃ বিএম মফিজুর রহমান আল আজহারি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা কাজী মুহাম্মদ জাহেদুল ইসলাম, হযরত মাওলানা আব্দুল্লা আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো. দিলদার হোসেন, বাইতুল ইলাহী শাহী জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম কালাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক এম করিম ও সাবেক সম্পাদক একরামুল হক সহ সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথি বলেন, দ্বীন ইসলাম সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাইলে কুরআনকে আগে প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি সকলে মিলে ইসলামের পতাকাতলে আসতে হবে।