খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

খাগড়াছড়ির সীমান্ত ঘেঁষা রামগড় এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক যুবকের।

বুধবার (২ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ির সীমান্ত ঘেঁষা রামগড়ে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত যুবকের নাম মো. নুরুল আফছার (৪০) প্রকাশ আফছার ড্রাইভার। সে রামগড় পৌরসভার ফেনীরকুল (কাঠালবাড়ী) গ্রামের আবদুল কুদ্দুছ এর ছেলে। নিহত আফছার দুই পুত্র ও এক কণ্যা সন্তানের জনক।

নিহতের বড়ভাই মো. বেলাল হোসেন জানান, দুপুরে বৃষ্টির মধ্যে তার ভাই বাড়ির পাশের ধান্য জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে বজ্রপাতের ঘটনায় সে অজ্ঞান হয়ে পড়লে দূরে থাকা এক প্রতিবেশি আত্মীয় খবর দিলে ভাইকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মঈন উদ্দিন বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।