আন্তর্জাতিক ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিভাসু’র ‘Team Acyclovir’

‘বন্যপ্রাণী সংরক্ষণ, জুনোটিক রোগ প্রতিরোধ এবং ওয়ান হেলথ’ বিষয়ের উপর সম্প্রতি অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ‘Acyclovir’ টিম। ইউএসএআইডি এবং সেভরন-এর সহযোগিতায় সাউথ ইস্ট এশিয়া ওয়ান হেলথ ইউনিভার্সিটি নেটওয়ার্ক (SEAOHUN) এই প্রতিযোগিতার আয়োজন করে।

উক্ত প্রতিযোগিতায় ৮ টি দেশের (ইন্দোনেশিয়া, মালেশিয়া, থাইল্যান্ড, লাওস পিডিআর, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এবং বাংলাদেশ) মোট ৪৭ টি দল অংশগ্রহণ করে। প্রথম পর্যায়ে প্রতিটি দেশ থেকে ১ টি করে টিম বিজয়ী হয়। পরে বিজয়ী দল গুলোর মধ্যে অনলাইন ভোটিং এর আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের ‘Acyclovir’ টিম প্রথম স্থান অধিকার করে।

‘Acyclovir’ টিমের দলনেতা ছিলেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৪তম ব্যাচের মোঃ শফিকুজ্জামান ফয়সাল। টিমের অন্য সদস্যরা হলেন-ফিশারিজ অনুষদের ৭ম ব্যাচের শিক্ষার্থী ইতু দত্ত, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা আফরিন ফারিহা এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৪তম ব্যাচের শিক্ষার্থী নির্ভীক পোদ্দার আবির।

টিমের মেন্টর হিসেবে ছিলেন সিভাসু’র ডেইরি ও পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সাইফুল বারী। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে মালয়েশিয়াতে অনুষ্ঠিতব্য “SEAOHUN Regional Students Summit 2024″-এ যোগদানের সুযোগ পাবে সিভাসু’র টিম ‘Acyclovir’।
সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এই কৃতিত্বের জন্য ‘Acyclovir’ টিম-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।