কষ্টার্জিত জয়ে শীর্ষে লিভারপুল

প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচ ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগির পর গতকাল নিউক্যাসলের বিপক্ষেও জিততে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। সিটিজেনরা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোয় লিভারপুলের সামনে সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে আসার। গতকাল উলভারহ্যাম্পটনকে হারিয়ে সে সুযোগই কাজে লাগিয়েছে অলরেডরা।

উলভসের বিপক্ষে এই ম্যাচে অবশ্য সহজ জয় পায়নি লিভারপুল। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়া দলটির বিপক্ষে গতকাল ম্যাচের প্রথমার্ধে এক গোলের দেখা পায় লিভারপুল। প্রথমার্ধের যোগ করা সময়ে ইব্রাহিম কোনাতের করা গোলে এগিয়ে যায় অল রেডরা।

তবে প্রথমার্ধের শেষে পাওয়া লিড দ্বিতীয়ার্ধে খুব বেশি সময় ধরে রাখতে পারেনি লিভারপুল। ম্যাচের ৫৬ মিনিটে উলভসদের সমতায় ফেরান রায়ান আইত নুরি। তবে উলভস সমতায় ফিরলেও অল্প সময় পরই আবার এগিয়ে যায় আর্নে স্লটের দল।

ম্যাচের ৫৯ মিনিটে ফাউলের শিকার হন দিয়েগো জোতা, পেনাল্টি পায় লিভারপুল, আর স্পটকিক থেকে গোল করে দলকে ফের লিড এনে দেন মোহামেদ সালাহ। এরপর ম্যাচে আরও কয়েকটি গোল করার সুযোগ তৈরি করেছিল লিভারপুল। তবে কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অলরেডরা।

উলভসের বিপক্ষে এই জয়ে ৬ ম্যাচ ৫ জয় ও ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি, সিটির সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আছে আর্সেনাল।