রাউজানে অভুক্ত কুকুরদের খাবার দিলেন প্যনেল মেয়র জমির

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার প্যনেল মেয়র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ প্রতিনিয়ত রাউজানের বিভিন্ন এলাকার মানসিক প্রতিবন্দ্বী, পথশিশু, দিনমজুর, রিক্সা চালক, অসুস্থ দরিদ্র লোকদের খাবার, চিকিৎসা খরচ, অর্থ দিয়ে সহায়তা করেন । এছাড়াও দরিদ্র পরিবারের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য শিক্ষা উপকরন তাদের অর্থ সহায়তা প্রদান করেন। অসহায় দুস্থঃ দরিদ্র, মানসিক প্রতিবন্দ্বী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সহায়তা প্রদান করার মাধ্যমে রাউজান পৌর প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ রাউজানে দরিদ্র অসহায় পরিবারের প্রিয় রাজনৈতিক নেতা হিসাবে রাউজানে পরিচিতি লাভ করেছেন । এবার অসহায় মানুষের সহায়তা কারী স্থানীয় জনপ্রতিনিধি রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ রাউজানের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো অভুক্ত কুকুরদের খাবার দিলেন । গত ২৭ এপ্রিল সোমবার রাতে রাউজানের জলিল নগর বাস ষ্টেশণ, মুন্সির ঘাটা রাউজান ফকির হাট বাজারের মধ্যে অভুক্ত কুকুরদের খাবার দিলেন রাউজান পৌরসভার ২য় প্যণের মেয়র জমির উদ্দিন পারভেজ । রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, বিবাহ, মেজবান, হোটেল রেস্তোরা থেকে ফেলানো খাবার কুকুর গুলো খেয়ে তাদের ক্ষুদ্বা নিবারন করতো করোনা ভাইরাসের কারনে বিবাহ, মেজবান, হোটেল রেস্তোরা বন্দ্ব থাকায় কুকুরের খাদ্য সংকট হয়েছে । অভুক্ত থাকা কুকুরগুলোকে সাংসদ ফজলে করিম চৌধুরীর দেওয়া মাংস দিয়ে ভাত রান্না করে। ভাত ও মাংস দিয়ে কুকুরগুলোকে খাওয়ার দেওয়া হয়েছে ।