রাঙ্গামাটি মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তৃতীয় দিনের মত কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সালমা আফরিন অমি, চতুর্থ বর্ষের তানভীর আহমেদ ও পুষ্পিতা দাশ।

এ সময় বক্তারা বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ৩ দিন ধরে কর্মসূচি পালন করছি। বুধবার গণপূর্ত অফিসে গিয়ে আমরা হতাশ হয়েছি। সেখানে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, আমাদের মেডিকেল কলেজের ফাইল এখনো পরিকল্পনা মন্ত্রণালয়েই আটকে আছে। কবে একনেকে উঠবে, তারপর নকশা প্রণয়ন ও প্রাক্কলন। এরপর টেন্ডারে যাবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।

বক্তারা আরও বলেন, এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু এটাকে দুর্বলতা ভাববেন না। দশ বছর পরেও কেন আমাদের ক্যাম্পাসের কাজ শুরু হলো না? তা আমরা জানতে চাই। এবার আমরা ক্যাম্পাস ছাড়া ফিরবো না।

সমাবেশ থেকে এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। ধীরে ধীরে শিক্ষার্থীদের আন্দোলন কঠোর থেকে কঠোর হবে বলেও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।