চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনকালীন নাশকতার মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত আসামি মো. আশ্রাফ (৩৫) চট্টগ্রাম মহানগরীর যুবলীগের একজন নেতা।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) র্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আনন্দ মিছিলে অংশ নেওয়া এক সিএনজি চালক আনোয়ার হোসেনের উপর হামলার ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে ১৩০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামি করা হয়।
র্যাব-৭ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকা থেকে আসামি মো. আশ্রাফকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে ৫ আগস্ট নগরীর মনসুরাবাদ এলাকায় উৎসুক ছাত্র-জনতার আনন্দ মিছিলে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।