‘‘কিশোরবেলা’’ সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যার জন্য লেখা আহবান

কিশোর সাহিত্যের উৎকর্ষধর্মী দ্বিমাসিক পত্রিকা কিশোরবেলার সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪ সংখ্যার জন্য লেখা আহবান করা হচ্ছে।

শিশু-কিশোরদের উপযোগী ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতিগদ্য এবং আঁকাজোকা, সংক্ষিপ্ত বই আলোচনা, কল্পবিজ্ঞান ইত্যাদি বিষয়ে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে৷ kishorebela2021@gmail এই মেইলে পাঠাতে হবে। ম্যাসেঞ্জারে লেখা পাঠানো যাবে না। লেখা শুধুমাত্র মেইলে পাঠাতে হবে। কোনো গদ্যই ৭০০ শব্দের অধিক নয়।

অমিত বড়ুয়া
সম্পাদক — কিশোরবেলা
মোবাইল ঃ ০১৮১২৬০০০৯৮