জাল বেচাকেনার ধুম

বন্যার থইথই পানিতে মাছ ধরতে নানান রকম জাল (ফাঁদ) বেচাকেনার ধুম পড়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিভিন্ন হাটবাজারে।

বুধবার (২৮ আগস্ট ) বিকেলে উপজেলার সদর বাজার ও ধান্যদৌল বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। নানা বয়সী মানুষ ভ্রাম্যমাণ জালের দোকানে ভিড় করছেন। যে যার চাহিদা অনুযায়ী জাল কিনছেন।