চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর সহযোগী সাবেক মেয়র, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতাদের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে মামলা দুটি করা হয়েছে
মামলার বাদী সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আমিনুর রহমান চৌধুরী ও বিএনপিনেতা জাফর আহমদ।
মামলায় মোস্তাফিজ ছাড়াও সাবেক মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শাহাদাত আলম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারসহ শতাধিক লোককে আসামি করা হয়েছে।
আদালত মামলা দুটি আমলে নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজহার হিসেবে গণ্য করতে নির্দেশ দিয়েছেন। আমিনুর রহমান চৌধুরীর মামলায় ৭৪ জন এবং জাফর আহমদের মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বাদী পক্ষের মামলা দুটির আইনজীবী অ্যাডভোকেট এইচ এম হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে কালীপুরের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক বাদী হয়ে একটি এবং বিগত ৪ জুলাই সাংবাদিক শফকত বাদী হয়ে আরও দুটি মামলা করেছিলেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট এইচ এম হেলাল উদ্দিন বলেন, জাফর আহমদের মামলায় সাবেক সংসদ সদস্য মোস্তাফিজের চাচা রশিদ আহমদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান বানাতে চেয়ারম্যান প্রার্থী জাফর ও তাঁর সমর্থক প্রস্তাবককে মারধর করে অপহরণ করা হয়। তাঁর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয়। চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর মামলায় বিএনপির মিছিলে হামলা, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, এখন পর্যন্ত কোনো আদেশ পাইনি। আদালতের আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলা বাঁশখালী সংসদ সদস্য