দেশের বিদ্যমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষাসহ নানা দাবি নিয়ে চট্টগ্রাম হাটহাজারী সদরে বিশাল মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা।
আজ ২৭ আগস্ট অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ রবিউল হোসাইন সুমন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মীর আব্দুর রহিম মুনীরি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইকবাল হোসেন আলকাদেরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মোশারফ হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যাগুরু রাষ্ট্রে সংখ্যালঘুরা আমানত স্বরূপ। তাদের নিরাপত্তা ও স্বাধীনভাবে বসবাসের সুযোগ করে দেয়া রাষ্ট্র ও জনগণের পবিত্র দায়িত্ব। সাম্প্রতিক আন্দোলনে যারা সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত ছিল সকলের বিচার নিশ্চিত করতে হবে।
দেশজুড়ে আউলিয়া কেরামের মাজারসমূহ আজ আক্রান্ত হচ্ছে। সুন্নি আলেম ইমাম খতিবরা নিগ্রহ ও চাকরিচ্যুত হচ্ছেÑএটি চরম নিন্দনীয় ও দুঃখজনক। বক্তারা বলেন, সরকারকে সব দল মত পথের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবেÑএটাই আজ দেশবাসীর প্রত্যাশা। ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয়ের সুফল পেতে সব মহলকে সহিষ্ণু ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কেউ যাতে বিশেষ সুবিধা না পায় সে দিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা মাজার, নানা উপাসনালয়ে হামলায় জড়িতদের ছাড় না দিতে সরকারের প্রতি দাবি জানান এবং সুন্নি ব্যক্তিত্ব আলেম ইমাম খতিবরা যাতে কোথাও হামলা, হয়রানি ও চাকরিচ্যুতির শিকার না হয় সেটা বিশেষভাবে নজরদারি করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা কয়েক বছর আগে ঢাকায় উগ্রপন্থিদের হাতে খুনের শিকার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন-মুহাম্মদ ফারুক হোসাইন, মুহাম্মদ জুনায়েদ আরফাত, রবিউল মোস্তাফা রাফি, হাফেজ মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ নুর উদ্দিন, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান জিকু, মোহাম্মদ তাজুল ইসলাম আসিফ, মুহাম্মদ সোহরাব হোসাইন,মোহাম্মদ কুতুব উদ্দিন জিসার, মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ মহি উদ্দিন,মুহাম্মদ আব্দুল কাইয়ুম, মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ ইকবাল হোসেন শাকিল, হাফেজ মুহাম্মদ মোস্তাফা, মুহাম্মদ জাহেদ সরওয়ার, মুহাম্মদ হিরাম উদ্দিন বাবলু, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।