‘‘দেশকে বদলে দিতে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে’’

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৪ আগস্ট বিকেলে হাটহাজারী সদরস্থ আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ রবিউল হোসাইন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ-গবেষক অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্ট’র সভাপতি অধ্যাপক মীর আবদুর রহিম মুনিরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আল কাদেরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মোশারফ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. নূ ক ম আকবর হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গঠনে এগিয়ে আসবে। তাদের হতে হবে সৎ, দক্ষ, মানবিক, দেশপ্রেমিক ও আদর্শ সুনাগরিক। কেবল উচ্চ শিক্ষিত হওয়া শিক্ষার একমাত্র লক্ষ্য হতে পারে না। শিক্ষার সঙ্গে নীতি নৈতিকতার যোগসূত্র ঘটাতে পারলে দেশের প্রত্যাশিত অগ্রগতি নিশ্চিত হবে। উদ্বোধক অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী বলেন, আজ যুব তরুণরা প্রাযুক্তিক অবক্ষয়ে নিমজ্জিত। তাদের হাতে হাতে শোভা পাচ্ছে দামি অ্যাড্রয়েন্ড মোবাইলসহ নানা ডিভাইস।

ফলে তারা পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে নৈতিক চরিত্র হারাচ্ছে। তথ্য প্রযুক্তির সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে আদর্শিক ও জ্ঞানের শক্তিতে উজ্জীবিত হতে হবে। বিশেষ অতিথি আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ বলেন, শিক্ষা আজ বাজারি পণ্য হয়ে উঠেছে। অনেক অভিভাবক আজ সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। শিক্ষার্থীদেরকে উপযুক্ত যথার্থ শিক্ষা দিয়ে আদর্শবান ভালো মানুষরূপে গড়তে হবে। বিশেষ অতিথি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী বলেন, ছাত্রসেনা ছাত্র সমাজের মাঝে নীতি নৈতিকতা, আদর্শ চ্চচরিত্র গঠন ইত্যাদিকে বিশেষ গুরুত্ব দেয়। সততা, উদারতা, সহনশীলতা ও মানবিক গুণাবলিতে শিক্ষার্থীদের জীবন গড়তে পারলে তারাই আগামী দিনে সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। তিনি ছাত্র সমাজকে ছাত্রসেনার আদর্শিক আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ ফারুক হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা মাষ্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ আবদুর নুর, মওলানা এস এম বদরুদ্দীন ছাত্রসেনা নেতা মুহাম্মদ জুনায়েদ আরফাত, রবিউল মোস্তাফা রাফি, হাফেজ মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ নুর উদ্দিন, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান জিকু, মোহাম্মদ তাজুল ইসলাম আসিফ, মুহাম্মদ সোহরাব হোসাইন,মোহাম্মদ কুতুব উদ্দিন জিসার, মুহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ মহি উদ্দিন,মুহাম্মদ আব্দুল কাইয়ুম, মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ ইকবাল হোসেন শাকিল, হাফেজ মুহাম্মদ মোস্তাফা, মুহাম্মদ মিনহাজুল আবেদীন, মুহাম্মদ জাহেদ সরওয়ার, মুহাম্মদ হিরাম উদ্দিন বাবলু, মুহাম্মদ রিয়াদ, মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ। পরে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ক্রেস্ট তুলে দেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী-শিক্ষক অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।