গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনালন্ডো

আল হিলালের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর এবার আল রিয়াদের বিপক্ষেও জিততে পারল না ক্রিস্টিয়ানো রোনালন্ডোর আল নাসর। এদিন রোনালন্ডো গোল করে দলকে এগিয়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি।

আল নাসরের রক্ষণের ভুলে পেনাল্টি পায় প্রতিপক্ষ আল রিয়াদ। সেখান থেকে গোল করে ম্যাচে সমতা টানেন মরক্কোর মোহাম্মদ ফৌজাইর। শেষ পর্যন্ত সেই গোলটিই রোনালন্ডোদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে এদিন ২৭ মিনিটের মাথায় তিন হলুদ কার্ড দেখেন বসে আল রিয়াদের ফুটবলাররা। আক্রমণাত্মক ফুটবল খেললেও আটকে রাখা যায়নি পর্তুগিজ সুপারস্টারকে। সাদিও মানের বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন রোনালন্ডো। এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে অবশ্য নেমেই ভুল করে বসে আল নাসর। ফাউল করে হলুদকার্ড দেখেন লাপোর্তে। পেনাল্টি পেয়ে যায় রিয়াদ। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা টানে দলটি। এরপর ম্যাচের বাকি সময় নিজের রক্ষণে জমাট বেঁধে থেকে গোল হজম করা থেকে বাঁচে দলটি। বাকি সময় আর গোল না হলে ১-১ সমতায় পয়েন্ট ভাগ করতে হয় আল নাসরকে।