শাহ আমানত সেতুতে যানজট: ভোগান্তিতে ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: বাঙালি মাত্রই ঘরমুখো। ঘরমুখোর কারণ নাড়ির টান। নাড়ির টান বড়ই মধুর। কর্মব্যস্ততার ভিতরে একটুখানি অবসর পেলেই ছুটে যেতে যায় নাড়ির প্রেমে। মহান বিজয় দিবস উপলক্ষে টানা তিন দিনের ছুটি কাটাতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশ পথ নতুন ব্রিজ এলাকায়।

অতিরিক্ত যানবাহনের চাপে নগরের মেরিনার্স রোড থেকে নতুন ব্রিজ হয়ে মইজ্জারটেক শিকলবাহা পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে ভোগান্তিতে পড়েন দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজারে ঘরমুখো হাজার হাজার মানুষ।

আরিফুর রহমান নামের এক যাত্রী বলেন, অন্য সময়ে ৪০-৪৫ মিনিটের মধ্যে কোতোয়ালী থেকে পটিয়ায় পৌঁছে যায়। কিন্তু দীর্ঘ যানজটের কারণে এক ঘণ্টা হলো মেরিনার্স সড়কেই আটকে আছি। কখন বাড়ি পৌঁছাবো তার নিশ্চয়তাও নেই।

সকাল ১১টা থেকেই যানজট শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ায় যানজটের সারিও দীর্ঘ হয়। তবে দুপুর দেড়টা থেকে ট্রাফিক পুলিশের তৎপরতায় যানজট কমে আসতে শুরু করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (কর্ণফুলী) মোস্তফা আল মামুন বলেন, শিকলবাহা এলাকায় সড়কের এক লেন বন্ধ করে কাজ চলছে। ছুটির দিনে গাড়ির চাপ থাকায় ঘণ্টাখানেক গাড়ি ধীর গতিতে চলে। এ কারণে যানজটের সৃষ্টি হয়। তবে এখন কোনো যানজট নেই।