চবি ইতিহাস বিভাগের কনফারেন্স রুমে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ইতিহাস বিভাগের কনফারেন্স রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভবনের তিন তলায় ৩১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সভাপতি বকুল চন্দ্র চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এতে কেউ হতাহত হয়নি।