সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন

চবি এলামনাই নর্থ আমেরিকা শাখা প্রদত্ত ১ লক্ষ টাকার চেক প্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা শাখা (ইআইএনসি) প্রদত্ত এক লক্ষ টাকার চেক ২০ ফেব্রুয়ারি ২০২৪ বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার তাঁর অফিস কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কাছে বিতরণ করেন। এ সময় চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি সিন্ডিকেট সদস্য ও চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, চবি জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. রেজাউর রহমান, চবি প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আমীরুল ইসলাম এবং চবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ডিসকু’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য চবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা শাখা (ইআইএনসি) কর্তৃক আর্থিক অনুদান প্রদান করায় উক্ত এলামনাই এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য কন্যা বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ জনাব সায়মা ওয়াজেদ পুতুল বিশে^ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধীদের বিশেষ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা শাখার (ইআইএনসি) নেতৃবৃন্দ চবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার সহযোগীতায় এগিয়ে এসে মহত্বের পরিচয় দিয়েছেন। মাননীয় উপাচার্য বিশে^ ছড়িয়ে থাকা চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের এলামনাইসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে প্রতিবন্ধীদের সেবায় এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা শাখার (ইআইএনসি) সভাপতি সাবিনা শারমিন নিহার এর নেতৃত্বে উক্ত সংগঠনের একটি প্রতিনিধি দল ১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ৫ টায় চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালকের অফিস কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর হাতে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, প্রক্টর প্রফেসর ড. নূরুল আজিম সিকদার, চবি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর এ. কে. এম. তফজল হক বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উক্ত সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।