এলামনাইদের বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান

‘এক যুগের গৌরবে, মেতে উঠি উৎসবে’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এক যুগপূর্তি ও এলামনাই পূর্ণমিলনী উপলক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৯:৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ড. সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক যুগপূর্তি অনুষ্ঠানের আহবায়ক চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, অনুষ্ঠানের সদস্য সচিব উক্ত বিভাগের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দ, এলামনাইয়ের সদস্যবৃন্দ, উক্ত বিভাগের শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাধিকবৃন্দ এবং সুধীবৃন্দ।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ১ যুগপূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে আমন্ত্রিত সুধীজনসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “দীর্ঘ ১২ বছর ধরে এ বিভাগ আলোকিত মানবসম্পদ তৈরীতে ভূমিকা রেখে চলেছে। প্রাক্তন শিক্ষার্থীরা এ বিভাগ থেকে ডিগ্রী অর্জন করে অত্যন্ত সুনামের সাথে দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়ে চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ তথা চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের গৌরব ও সম্মান বৃদ্ধি করেছে।” মাননীয় উপাচার্য আরও বলেন, “এক যুগপূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীরা যেমন আনন্দে উদ্বেলিত তেমনি বিশ^বিদ্যালয় পরিবারও তাদের সরব উপস্থিতিতে গৌরবান্বিত।” এ বিভাগের এলামনাইরা বিশ^বিদ্যালয়ের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।
দিনব্যাপি যুগপূর্তি অনুষ্ঠানে ছিল- অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন, র‌্যালি, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।