গাউসিয়া কমিটি মালয়েশিয়ার কাউন্সিল সম্পন্ন

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, অর্থ সচিব আলহাজ্ব মোহাম্মদ কমর উদ্দিন সবুর ও চন্দনাইশ গাউসিয়া কমিটি এর সাধারণ সম্পাদক মোরশেদুল আলম এর মালয়েশিয়া সফর উপলক্ষে সংবর্ধনা ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, মালয়েশিয়া শাখার ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৩ ইং উপলক্ষে ৬ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম (আখন্দ), সাধারণ সম্পাদক মোঃ নাইম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনাঈদ আজিজ, সহ সাধারণ সম্পাদক মোঃ তারেকুল আলম চৌধুরী ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস আলম, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম টিপু প্রচার ও প্রকাশনা সম্পাদক মো:তাজউদ্দিন সহ ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মালয়েশিয়া শাখার অধীনে হাংতুয়া শাখা, গাউসুল আজম মসজিদ কেপং শাখা, পেতালিং জায়া শাখা ও সেলায়ং শাখা সহ চারটি উপশাখা গঠন ও অনুমোদন দেওয়া হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য ও বাংলাদেশ কমিউনিটি নেতা নাজমুল ইসলাম বাবুল, উপদেষ্টা মন্ডলির সদস্য জাকির হোসেন, উপদেষ্টা মন্ডলির সদস্য ও হাংতুয়ার বিশিষ্ট ব্যাবসায়ী মুহাম্মদ এসকান্দর, উপদেষ্টা মন্ডলির সদস্য মুহাম্মদ হারুন সওদাগর, বাংলাদেশ প্রেসক্লাব মালয়েশিয়ার সম্মানিত সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহ-সভাপতি ও নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য মুহাম্মদ রফিক আহমেদ খান, গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক টুকু সরদার ও অন্যান্য শাখা কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য এই গাউসিয়া কমিটি বাংলাদেশ ১৯৮৬ সালে হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রঃ) এর নির্দেশে অলিকুলের সম্রাট হযরত আবদুল কাদের জিলানী রহঃ নাম অনুসারে গঠন করা হয়। অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ কিভাবে করোনা কালীন সময়ে মৃত দেহ সৎকার, ফ্রি অক্সিজেন ও এ্যমবুলেন্স সার্ভিস, বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহযোগিতা, সিলেটে বন্যা দুর্গতদের সহযোগিতা ও আরো অন্যান্য মানবসেবায় অবদান রেখেছে তার বিস্তারিত আলোচনা করা হয়। মিলাদ কিয়াম, আখেরি মোনাজাত ও তবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।