মহাজোটের পক্ষে ভোট চাইলেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম- ৫: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি লাঙল মার্কায় ভোট প্রদান করে আগামীতে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনুছ গণি চৌধুরী, কাজী এনামুল হক এনাম, মোরশেদুল আলম চৌধুরী, হাসানুজ্জামান বাচ্চু র্চেয়ারম্যান, লেয়াকত চেয়ারম্যান প্রমূখ।

চট্টগ্রাম- ৯: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-চকবাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

আজ বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বাকলিয়ার মাস্টারপুল এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণের মাধ্যমে তিনি প্রচারণা চালান মাস্টারপুল, বউবাজার, ইসহাকের পুল, আলী স্টোর বিল্ডিং, ময়দার মিল মোড়, চাক্তাই স্কুল মাঠ এলাকায়।

বিকেল তিনটা থেকে এ ওয়ার্ডের অন্যান্য জায়গায় প্রচারণা চালাবেন বলে জানান নওফেলের সঙ্গে প্রচারণায় থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাদিম উদ্দিন।

নওফেল এর সঙ্গে প্রচারণায় অংশ নেন নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, আওয়ামী লীগ নেতা বখতেয়ার ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা এমআর আজিম, খলিলুর রহমান নাহিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিম উদ্দিন মহিম প্রমুখ।

চট্টগ্রাম- ৪: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট শাহজানীয়া শাহের (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দিদারুল আলমের গণসংযোগ শুরু ।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ সীতাকুণ্ড গড়তে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে অংশ নেন শিল্পপতি সালা উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, উপজেলা আ্ওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এসএম ইউসুফ, ভাটিয়ারী ইউনিয়ন আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, আওয়ামী লীগ নেতা আবদুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মো. মাসুম, মো. অহিদুল,তাঁতী লীগের আহ্বায়ক নুর মোহাম্মদ প্রমুখ।