বিদেশ পড়তে ইচ্ছুকদের সব জেনে বুঝে সঠিক পরিকল্পনায় এগোতে হবে

চট্টগ্রাম আন্তর্জাতিক শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার

গত ২০ অক্টোবর সন্ধ্যে চট্টগ্রামস্থ পাঁচ তারকা হোটেল রেডিসন বে ব্লুতে অনুষ্ঠিত চট্টগ্রাম আন্তর্জাতিক শিক্ষা মেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। কবি, লেখক মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় একেএম নুরুল বশর সুজনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা লায়ন মুজিবুর রহমান। প্রধান অতিথি ব্যারিষ্টার মনোয়ার হোসেন তাঁর বক্তব্যে আরো বলেন,বিশেষ করে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা এমনকি স্কুলে শিক্ষা গ্রহণ করার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের ও অভিভাবকদের দিন দিন আগ্রহ বেড়েছে এবং ভবিষ্যতে আরো বাড়বে। তবে বিদেশ গমনে ইচ্ছুক ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আবেগ তাড়িত না হয়ে বরং সব জেনে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে তাদেরকে এগোতে হবে। এ আন্তর্জাতিক শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বনামধন্য আইনজীবী,প্রখ্যাত ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ, ফেকড-কেব’এর প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন ছাত্র ছাত্রীদের প্রকৃত শিক্ষা গ্রহনে ও শিক্ষা গ্রহন শেষে দেশ,জাতির কল্যানে ভুমিকা রাখার ক্ষেত্রে ও গুরুত্ব আরোপ করেন। দুদিন ব্যাপী শিক্ষা মেলায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকদের সমাগম হয়। এতে বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের ৬০ টির অধিক প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এছাড়াও বক্তব্য রাখেন ড. আনিসুর রহমান, প্রফেসর মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ, মার্টিন হোড়, এস এম ইকবাল জামিল, শাহনেয়াজ সুমন, গোলাম শাহাদাৎ, রাজীব আহমেদ সহ প্রমুখ।শিক্ষামেলা অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয় এবং পরিশেষে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান,আগামীতে এ ধরনের আয়োজন সফল করার ক্ষেত্রে সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন।