পটিয়া আ’লীগে বিবেদ ভুলে সামশু-নাছির এক মঞ্চে

পটিয়া প্রতিনিধি॥
বিভেদ ভূলে পটিয়ায় সামশুল হক চৌধুরীর পক্ষে কাজ করতে ঐক্যবদ্ধ বিরোধীপূর্ণ সকল পক্ষ। এ লক্ষে গতকাল মঙ্গলবার জোটের সকল দলের নেতৃবৃন্দ ও দলের বিবাদমান দুই পক্ষের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে সমাবেশ করেছেন। আয়োজিত সমাবেশে এক মঞ্চে সকল নেতৃবৃন্দ ৩০ ডিসেম্বর তারিখ ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে কাজ করার ঘোষণা দেন। সমাবেশে প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ বলেন, পটিয়ায় এখন থেকে দলের মধ্যে কোন বিরোধ নেই। নেতৃত্বের প্রতিযোগিতায় আগের সকল বিভেদ ভূলে আজ থেকে সকলে দলীয় প্রার্থীর পক্ষে একই মঞ্চে থেকে কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড় উল্লেখ করে তিনি বলেন, দলকে ক্ষমতায় নিতে সকল ভেদাভেদ ভূলে যেতে হবে। দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও পুনরায় প্রধানমন্ত্রী করার বিকল্প নেই।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম সামশুল জ্জমান চৌধুরীল সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চেমন আরা তৈয়ব, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তিমির বরণ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহামস্মদ নাছির, কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, জেলা মহিলা আওয়ামলীগ সাধারণ সম্পাদিকা লুবনা হারুন, রাশেদ মনোয়ার, সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির, চেয়ারম্যান নাছির আহমদ, আয়ুব আলী, মোহাম্মদ মুছা, বিজন চক্রবর্তী, সেলিম নবী, নুরুল হাকিম, আ ম ম টিপু সুলতান চৌধুরী, নাছির উদ্দিন, কাজী আবু তৈয়ব, ওয়ার্কাস পার্টির শরীফ চৌহান, জাসদ নেতা মোহাম্মদ ইউসুফ, গণতন্ত্রী পার্টির তাজুর মল্লুক, জেলা মহিলা যুবলীগ আহবায়ক জোবাইদা গুলশান আরা, উপজেলা সেচ্ছ্বাসেবকলীগ সভাপতি চেয়ারম্যান এম এ হাসেম, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, শেখ সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকল নেতৃবৃন্দ একে অপরের হাত ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।