মধ্যরাতে ফেসবুকে এক হৃদয় ভাঙার স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান পরিচালক চয়নিকা চৌধুরী। সোমবার ( ১৪ আগস্ট) মধ্যরাত ২ টায় চয়নিকা তার স্ট্যাটাসটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
চয়নিকা তার পোস্টে হৃদয়ভাঙার অনুভূতি জানিয়ে ভক্তদের কাছে প্রশ্ন রাখেন, কাছের মানুষদের বিশ্বাস করা কি অপরাধ? মূলত তিনি এ প্রশ্ন করেন আজ মঙ্গলবার ( ১৫ আগস্ট) এর রক্তাক্ত দিনের কথাগুলো স্মরণ করে।
এই দিন বাঙালি জাতির লজ্জার দিন। স্বাধীন দেশে কাছের মানুষদের হাতে জাতির পিতা খুন হওয়ার মর্মান্তিক এ ঘটনা যেমন এ জাতির কাছে লজ্জাজনক তেমনি কলঙ্কময়। দিনটির কথা স্মরণ করে চয়নিকা তার স্ট্যাটাসে লিখেছেন-
আজ ১৫ আগষ্ট।
এক ভয়ংকর অন্ধকারচ্ছন্ন দিন।
এইদিন বাঙালি জাতি কখনই ভুলবে না।
কাছের মানুষদের বিশ্বাস করা কি অপরাধ??
আহা!
গভীর শ্রদ্ধা। 😭
এ লেখার সঙ্গে চয়নিকা একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালো ফ্রেমের চশমা। ওই চশমার একটি গ্লাস গুলিবিদ্ধ। সেখান থেকে রক্ত ঝরে পড়ছে।
শেয়ার করা এই ছবিটিতে লেখা রয়েছে, এখনও হৃদয়ে রক্তের দাগ শুকায় নাই। শেয়ার করা এই ছবিটি দিয়ে চয়নিকা মূলত বোঝাতে চেয়েছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িত খুনিদের এখনও শাস্তির আওতায় আনতে না পারা বাঙালির ব্যর্থতাকে।