‘চাচ্চু’- সিনেমায় শিশুশিল্পী হিসেবে নজর কেড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে নায়িকা হিসেবে শুরুটা মোটেও সন্তোষজনক ছিল না। কিন্তু দমে যাওয়ার মানুষ নন তিনি। নিজেকে ঝালিয়ে নিয়েছেন বার বার। কাজ করছেন গল্পনির্ভর প্রজেক্টে। এরমধ্যে একটি সিনেমার কাজ শেষ করতে না করতেই আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন দীঘি। ‘জীবন জুয়া’- শেষে এখন ‘দেয়াল’- সিনেমায় প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ‘জীবন জুয়া’- মূলত অ্যান্থলজি ফিল্ম। কিঙ্কর আহসানের লেখা একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা। এতে মোট তিনটি গল্প থাকছে।
এরমধ্যে একটি হলো- ‘প্রিয় প্রাক্তন’। সেখানেই কাজ করেছেন দীঘি। তার সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ।
এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ওশিন। আগামী দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা চলছে। এদিকে সম্প্রতি আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন দীঘি। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ছবিটির নাম ‘দেয়াল’। এতে মামুনুর রশীদ, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, ও সালাহউদ্দিন লাভলুর মতো তারকার সঙ্গে দেখা যাবে দীঘিকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১লা অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে।