থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রদেশ চাচোয়েঙসাওতে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় পাশ থেকে ট্রেনটি এসে ধাক্কা দেয়। শুক্রবার স্থানীয় সময় মাঝরাতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।
খবরে জানানো হয়, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে থাইল্যান্ডের রেল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে আছেন তিন জন নারী এবং পাঁচ জন পুরুষ। তাদের বয়স ২২ থেকে ৬২ বছরের মধ্যে। মরদেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বজনেরা মরদেহ সংগ্রহ করতেও শুরু করেছেন।