কর্ণফুলী খালে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানের কর্ণফুলী নদীর শাখা খালে গোসল করতে নেমে আবদুর রহিম (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। (৩১-মে) বুধবার সকাল ১১ টায় উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গশ্চি নয়া হাটের উত্তর পাশের জাফর চেয়ারম্যানের বাড়ির কর্ণফুলি নদীর শাখা খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক গশ্চি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ১১ টায় গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খালে তল্লাশি শুরু করেন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কালুর ঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসি। বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারিনি। তিনি আরও জানান নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাব। প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান জানান, আমি খালে জাল বসিয়ে মাছ ধরতে ছিলাম। এসময় দেখি আবদুর রহিম গোসল করতে নেমে ছিলেন। সেই আমাকে হাত দিয়ে ডাক দিলে আমি আসতে আসতে সেই নদীতে তালিয়ে যান। পরে তার পরিবারকে জানানো হয়। স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন মেম্বার জানান, আমার এলাকার আবদুর রহিম সকালে নিজের বাড়ির পাশের খালে গোসল করতে নামার তিনি নিখোঁজ হন। আমি খবর পেয়ে সার্ভিস ও ডুবুরিদলকে খবর দিলে তারা এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ যুবক ৮ ভাই ৫ বোনের মধ্যে সেই ছোট বলে জানা গেছে।