মার্টিনেজের ‘সেঞ্চুরি’, ইতালিয়ান কাপ ইন্টারের

ইতালিয়ান কাপ ফাইনাল ম্যাচজুড়ে দাপট দেখায় ফিওরেন্তিনা। ম্যাচের বয়স ৫ মিনিট হওয়ার আগে এগিয়েও যায় দলটি। গোটা ম্যাচে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা ইন্টার মিলানের ত্রাতা লাউতারো মার্টিনেজ। আর্জেন্টাইন স্ট্রাইকারের জোড়া গোলে প্রথমার্ধেই ২-১ গোলের লিড নেয় নেরাজ্জুরিরা। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয়েই ইতালিয়ান সুপার কাপ নিজেদের করে নেয় ইন্টার মিলান। বুধবার রোমের অলিম্পিকো স্টেডিয়ামে দলকে চ্যাম্পিয়ন করে দারুণ কীর্তি গড়েছেন লাউতারো মার্টিনেজ।
ম্যাচের ৩য় মিনিটেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। ফ্রেঞ্চ তারকা জোনাথান ইকোনের পাসে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো গঞ্জালেস। ২৯তম মিনিটে সমতা টানে ইন্টার মিলান। ক্রোয়াট মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের পাসে গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের হয়ে আর্জেন্টাইন স্ট্রাইকারের শততম গোল এটি।

৩৭তম মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো বারেল্লার অ্যাসিস্টে স্কোরলাইন ২-১ করেন লাউতারো। অর্থাৎ, ইন্টার মিলানের জার্সিতে আর্জেন্টাইন তারকার গোল হলো ১০১টি। মৌসুমে এ নিয়ে ২৭ গোল হলো লাউতারোর।
ম্যাচ শেষে ইন্টার মিলান কোচ সিমন ইনজাঘি বলেন, ‘আমি খুশি। আমরা উঁচু মানের দলকে হারালাম, যারা ম্যাচে আমাদের ভুগিয়েছে।’

ইনজাঘি বলেন ‘শুরুতে আমাদের খেলার ধরন ঠিক ছিল না। কিন্তু এরপর ছেলেরা দুই গোল দিয়ে প্রত্যাবর্তন করে। ফিওরেন্তিনার মতো হেভিওয়েট দলকে হারাতে পেরে আমি খুশি।’
নবম ইতালিয়ান সুপার কাপ জেতা ইন্টার মিলানের সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। গত জানুয়ারিতে এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কোপা জেতা নেরাজ্জুরিদের সামনে এখন চ্যাম্পিয়নস লীগ জয়ের হাতছানি। আগামী ১০ই জুন ইউসিএলের ফাইনালে ম্যানচেস্টার সিটির মোকাবিলা করবে দলটি। আর লীগ শিরোপা হাতছাড়া হওয়া ইন্টারের সামনে এখন রানার্সআপ হওয়ার লক্ষ্য। কোচ সিমন ইনজাঘি বলেন, ‘এখন আমাদের সামনে আবারও লীগের চ্যালেঞ্জ। এরপর ইস্তানবুলে (চ্যাম্পিয়নস লীগ ফাইনাল)। দেখা যাক কী হয়।’

ইতালিয়ান সিরি আর চলতি মৌসুমের চ্যাম্পিয়ন নাপোলি। দুইয়ে থাকা ল্যাজিওর ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে তিনে ইন্টার মিলান।