একটি নতুন বইয়ের জন্য লেখা আহবান

ইতিহাস ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতি, ভাষাসাহিত্য, প্রত্নতত্ত্ব, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিমানব,সমাজসংস্কার, সমাজ সংস্কৃতি, ভাষাতত্ত্ব, পাহাড় নদ নদী,সমুদ্র, কৃষি, জলবায়ু, ভাষাযুদ্ধ, স্বাধীনতা, শিক্ষা-সংস্কৃতি, কম্পিউটার যুগ, নগরায়ন,পরিবেশ, রাষ্ট্র উন্নয়ন, ধর্মের পথে সুফিবাদ,সাধু পুরোহিত, বৌদ্ধ পণ্ডিত, চরিত,চর্যাপদ,জীবন ও মনীষী সহ আরো বিভিন্ন বিষয়ে ১০০ জন লেখক গবেষক, কবি সাহিত্যিক,শিক্ষাবিদ,চিকিৎসক, ইতিহাসবিদ, পরিব্রাজক, প্রবাসী কমিউনিটি লিডার এতে বিষয়ের উপর লিখবেন। ইতিমধ্য বিশ্বের ৩৭ টি দেশের বাংলা ভাষাবাসী সুধিজনের মুল্যবান প্রবন্ধ সংগ্রহ করা হয়েছে।

আপনিও চাইলে এই বইটিতে আপনার একটি লেখা প্রদান করে বইটিকে সমৃদ্ধ করিতে পারেন এবং বহি বিশ্বের লেখক সমাজের সাথে পরিচয়ে গর্বিত হতে পারেন। বইটি সোহেল ফখরুদ-দীন সম্পাদিত।
লেখা অবশ্যই কম্পিউটার কম্পোজ করে ( ওয়ার্ড ফাইল) এ লেখক পরিচিতি, লেখক এর পিপি সাইজের ছবি সহ ই মেইল ( [email protected]) এ পাঠাতে হবে।
লেখা বড় ছোট হতে পারবে।

# কোন শর্ত নেই, বই প্রকাশের পরে ইচ্ছে করিলে লেখক ২/১ টি বই ক্রয় করিতে পারবেন। সেটি প্রকাশনায় সহায়তা হবে।
—-
ধন্যবাদ সহ
সোহেল ফখরুদ-দীন,
চট্টগ্রাম, বাংলাদেশ।