রাউজানে হেলথ কিউর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে হেলথ কিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৩-মে শনিবার বিকাল ৩ টায় পাহাড়তলী ডিএন প্লাজার দ্বিতীয় তলায় হেলথ কিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। এতে বিশেষ অতিথি ও ডাক্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ কে এম কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া। কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ডা. টিবলু কান্তি দে, ডা. হিমাদ্রি মাহাজন, ডা. শান্তনু পালিত, ডা.মোঃ হাসান মুরাদ, ডা.আবু নোমান ইমন, ডা.তাওসিফ বিন মামুন, ডা.মোহাম্মদ এনায়েত উল্লাহ মাহফুজ, ডা.অনিক দাশ (শুভ), ডা. আরিফুল ইসলাম, ডা.রাজীব দাশ, ডা.রেশমি দে, ডা.আইলেট বিন বুলবুল, ডা.মোহাম্মদ সৈয়দ, ডা.সুমিষ্টা বড়ুয়া, ডা.চম্পা চৌধুরী, ডা.ইসরাত ফাতেমা, ডা.মোসাম্মৎ খাদিজা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ফজল করিম। তিনি বলেন, ফাস্ট মুভ মেন্টারনিটি হেল্প সেন্টার, স্পেশাল ডায়াবেটিক কর্নার, স্পেশালাইজড ডিভাইস কসমেটিক খতনা সেন্টার, হোম স্যাম্পল কালেকশনসহ নানা সুযোগ সুবিধা সহ প্রায় সকল ধরনের রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষা সমূহে মাসব্যাপী ৫০% ছাড় দেওয়া হবে। এছাড়াও শীঘ্রই ২৫ বেড হাসপাতাল সেবা উন্মুক্ত করা হবে। পরবর্তীতে বেডের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। এবং মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও পবিত্র কোরআনে হাফেজদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হবে। রাউজান পরিবার পরিকল্পনা পরিদশর্ক মোঃ নাঈম উদ্দিনের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ইয়াসিন তালুকদার, সুব্রত দত্ত, হাজি আলী আহম্মেদ, মোঃ শাহেদ, হাজী মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ খোরশেদ, মোঃ মাহাবুব আলম, মোঃ মফিজুল আলম, মোহাম্মদ ইকবাল হোসেন,সৈয়দ জামাল চৌধুরী, মোহাম্মদ ইফতেখার হোসেন তালুকদার, মোহাম্মদ বখতেয়ার উদ্দীন তালুকদার, মোহাম্মদ আক্তার হোসেন তালুকদার, মোহাম্মদ সেলিম উদ্দীন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ নবির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ ইরফান, জান্নাতুল ফেরদৌস, শওকত হোসেন, মোহাম্মদ নাঈম উদ্দিন, মোহাম্মদ দিদারসহ প্রমূখ।