হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে প্রতারণার শিকার হতে হচ্ছে, গ্রাহকদের এই অভিযোগে বিপর্যস্ত মেসেজিং অ্যাপ সংস্থাটি। তার পরই সমস্যা মেটাতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, মেটার পক্ষে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রাহকদের তিনটি নম্বর থেকে ফোন এলে না রিসিভ করার পরামর্শ দেয়া হয়েছে। নম্বর তিনটিকে ‘ব্লক’ করে, সংস্থার কাছে ‘রিপোর্ট’ করারও পরামর্শ দেয়া হয়েছে।
তদন্তে নেমে মেটা জানতে পেরেছে, মূলত আন্তর্জাতিক কলের (আইএসডি) মাধ্যমেই গ্রাহকদের ফাঁসানো হচ্ছে। হোয়াটসঅ্যাপের বিপুল সংখ্যক গ্রাহকের কথা মাথায় রেখেই তাদের একাংশকে ভুল বুঝিয়ে টাকা তোলা হচ্ছে। প্রতারণার ঘটনা সব চেয়ে বেশি ঘটছে মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম এবং ইথিওপিয়ায়। অনেক গ্রাহকই একদিন অন্তর ভুয়া নম্বর থেকে ফোন পাচ্ছেন।
হোয়াট্সঅ্যাপ কর্তৃপক্ষের পরামর্শ, নম্বরের শুরুতে যদি ৮৪, ৬২ এবং ৬০ থাকে, তবে ভুলেও সেই কল তুলবেন না। কেটে দিয়ে নম্বরটিকে ব্লক করবেন। অনেক গ্রাহক অবশ্য জানিয়েছেন, নম্বর ব্লক করার পরও তারা বহু ভুয়া কল পাচ্ছেন।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরাপত্তাই তাদের কাছে অগ্রাধিকার পেয়ে এসেছে। এ ক্ষেত্রেও যাবতীয় সমস্যার সমাধান করা হবে।