বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৩জন জীবন সংগ্রামী মহিলাকে জয়িতা সম্মননা প্রদান করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর।
৯ ডিসেম্বর রবিবার সকালে উপজেলা মিলনায়তনে মহীয়সী নারী বেগম রোকেয়া ১৩৮ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা।
সভায় বাপ্পী দেওয়ানজী, পারভীন আকতার ও রাবেয়া বেগমকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।