“ছেলেদের পাশাপাশি মেয়েদেরও উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে”

মো.আলাউদ্দীন, হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে সাবেক সফল বন ও পরিবেশ মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ীকমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, “ছেলেদের পাশাপাশি মেয়েদেরও উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে”। তবেই দেশ ও জনগণের দ্রুত কল্যাণ হবে আর বাংলাদেশ একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। শুক্রবার (১৭ মার্চ) বিকালের দিকে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, নবীন বরণ, এস এস এস.সি পরীক্ষার্থী ২৩ এর বিদায় সংবর্ধনা, কৃতি ছাত্রী সংবর্ধানা, বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ছেলে-মেয়েদের খোঁজ খবর আপনাদেরকেই রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। নারী-পুরুষ ভেদাভেদ নয়, দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।  প্রতিষ্ঠানের শিক্ষক শাহাদাত হোসেন, শামীম আক্তার ও কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আলহজ্ব ইউনুচ গনী চৌধুরী। উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইন্টেলিজেন্স আমির হোসেন, গড়দুয়ারা ড.শহিদুল্লা একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি আবুল মাবুদ তালকদার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বাবু গোবিন্দ প্রসাদ মহাজন, পরিচলনা পরিষদের সদস্য সাইদুর রহমান চৌধুরী, কামরুল হাসান রুহিন, আলহাজ্ব মো.সেলিম. হাজি মো. রফিক মিয়া প্রমুখ। সবশেষে আমন্ত্রিত অতিথিরা কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।