জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

মো.আলাউদ্দীন,হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়ছিল বলেই দেশ স্বাধীন হয়েছে। তাঁর অন্তরে সীমাহীন দেশ প্রেমের কারনে তিনি তিল তিল করে দেশের মানুষকে স্বাধীনতার জন্য প্রস্তত করে তুলে ছিল। জন্ম লগ্নের সেই খোকা থেকে নিজেকে জাতির জনক বঙ্গবন্ধু হিসাবে গড়ে তুলতে তাঁকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাঁর  ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের মাধ্যমে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তিনি দেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশ করার জন্য কাজ করছেন। তাই প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্য বদ্ধ হতে হবে “। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আবু রায়হান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রতম মান্না এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে মাওলানা আহসান হাবিব, বিপ্লব চন্দ্র মুহুরী ও অনুপম বড়ুয়া।  পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।